Saturday, May 30, 2009

শহুরে শিশিরের পাশে

পৃথুলা,সাবেক
প্রেমিকার সাথে,
দেখা হবে লাভাময়তায়।

রাজপথে।

নিদাঘ সূর্যের তাপে,
গলে গলে পড়বে
সৌজন্যতা বোধ।

আপাত ভদ্রতায়,
শীতাতপ বিপণিতে,
রচিত হবে নিখুঁত
কথোপকথনের গোলটেবিল।

আমাদের পানীয়ের
প্রতিসরণ,
আমাদের উত্তল কাঁচ,
খুঁজবে খুব দ্রুততায়
ঈর্ষার বলিরেখা।

অতঃপর
ভগ্নদূতের মত,
ব্যর্থতা-গ্লানি-হতাশায়,
কাঁচদেয়ালের পাশে,
শহুরে শিশির জমেছে
যেখানে।

সেখানে,
ঠিক সেইখানে।

বসে থাকব
হাতে হাত রেখে।

নির্বাক আমরা।

1 comment:

Unknown said...

বাহ্ দাদা! ভালই হয়েছে। তবে আপনার অন্য কবিতা গুলো আরো ভাল।