Tuesday, May 5, 2009

পদাতিকের আত্মস্বীকৃতি

আমি আর উপরে তাকাই না,
চোখ থাকে মাটির কাছাকাছি ,
আকাশের নীল অথবা নিঃসঙ্গ চিলকে
করি না আর আগের মতো বাছাবাছি ।

ছাইরঙা ফ্যাকাশে জীবন আর
তাঁর ক্রমশ
কৃপণ সংকোচন ,
গোল্ডফিশের অ্যাকোয়ারিয়াম হয়ে
আমাকে দেয় শাপগ্রস্ত নাবিকের নির্বাসন ।


কটু স্বেদের বাঘছাল জড়াই আষ্টেপৃষ্ঠে
গ্রীষ্মের প্রলম্বিত দিনের আলোয়,
বঙ্গবাজারের বেতো ঘোড়াগুলির মতো
গড়াগড়ি যাই আলস্যের ধূসর ধূলোয় ।

আমি আর উপরে তাকাই না ,
চোখ থাকে মাটির কাছাকাছি ,
মূল্যহীন স্বপ্নগুলি আস্তাকুঁড়ে
ছুঁড়ে দিয়ে প্রাণহীন, যন্ত্রবৎ বাঁচি ।

1 comment:

আলোর ছটা said...

হতাশা কেন, দাদা?