Friday, May 29, 2009

বাস্তব মৃত্যুর পরে

বাস্তব মৃত্যুর পরে হয়ত
এমনই একটা দিন চাইব আমি।
পাটভাঙা শাড়ির মত
বৃষ্টির তীরে আহত বিকেল,
অথবা
চেরিফুলে আলুলায়িত বিকেল।

শবের মায়াগন্ধ মেখে,
চন্দন,ধূপ,কর্পূর ছুঁয়ে,
নীল,কালো,লাল,বেগুনী,
এমন রঙের চুম্বন পেয়ে,
ধীরে হয়ত আরো ধীরে ।

শেষযাত্রার উলম্ব আকাশ,
বধির বৃষ্টির বিনম্র ফোঁটা,
পথচারীর চকিত দৃষ্টি,
এসব কিছু এড়িয়ে
কাদা মাখা পদচিহ্ন
হয়ত ছড়িয়ে দেবে,
দীর্ঘশ্বাসের সংক্রামক বীজাণু ।

বাস্তব মৃত্যুর পরে হয়ত
এমনই দিন চাইব আমি ...






No comments: