Monday, July 14, 2008

আবছায়া ও আমি...

আজ হঠাৎ কি মনে হল বুদ্ধদেব বসুর "আবছায়া" গল্পটা আবার পড়লাম । গল্পটার প্লটটা অসাধারণ । জীবন বৈচিত্র্যে পরিপূর্ণ । মানুষের আত্মমর্যাদা রক্ষার প্রয়াস, ভবিষ্যৎ পরিকল্পনার ছকে বাঁধা জীবন, সীমাবদ্ধতা এসব হয়ত বাস্তবতার নিরিখে যুক্তিযুক্ত কিন্তু হয়তোবা কোন এক সময় এসব বৃথা বলেই মনে হবে । এক টুকরো কথা অথবা একটু সামান্য নতজানুতা হয়ত জীবনকে পাল্টে দিতে পারত । তবু আমাদের মূঢ়তা আমাদের চিরসঙ্গী । দীর্ঘশ্বাসই হয়ত ভবিষ্যতের সান্ত্বনার পাথেয় হবে ।

No comments: