Friday, July 4, 2008

বেঁচে থাকা....

গত শুক্রবার আমার রুমমেট আত্মহত্যা করতে চেয়েছিল । মাইগ্রেনের ঔষধ খেয়েছিল ৪০ টা, তবে আশার কথা ও বেঁচে গেছে । ঠিক সময় মতো ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম, পেট ওয়াশ করা হল । তবে হাসপাতালে গিয়ে আশ্চর্য অনুভূতি হলো । জরুরী বিভাগে যখন ওকে নিয়ে গেলাম তখন দেখলাম এক বিচিত্র দৃশ্য । সন্ত্রাসীর গুলি খেয়েছে এমন এক লোক, সাপে কাটা এক তরুন, প্রসব বেদনায় কাতর এক যুবতী, অনবরত বমি করে চলেছে এমন এক কিশোর । তাদের চেহারাতে বিস্তর ফারাক, সমাজের নানা শ্রেণীর নানা প্রতিভূ তারা তবুও সবার আকুতি মৃত্যুকে পাশ কাটানোর....

বেঁচে থাকা যে কত আনন্দময় আর কাঙ্খিত তা কিছুটা হলেও ঐ দিন বুঝলাম ।

1 comment:

আলোর ছটা said...

Jotobar rastar pashe kono manushke ghumiye thakte dekhi, totobari mone hoy ami onek valo achi. Abar karo karo beshi valo thaka amake osukhi kore tule, irshannito kore. Aajob!