গত শুক্রবার আমার রুমমেট আত্মহত্যা করতে চেয়েছিল । মাইগ্রেনের ঔষধ খেয়েছিল ৪০ টা, তবে আশার কথা ও বেঁচে গেছে । ঠিক সময় মতো ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম, পেট ওয়াশ করা হল । তবে হাসপাতালে গিয়ে আশ্চর্য অনুভূতি হলো । জরুরী বিভাগে যখন ওকে নিয়ে গেলাম তখন দেখলাম এক বিচিত্র দৃশ্য । সন্ত্রাসীর গুলি খেয়েছে এমন এক লোক, সাপে কাটা এক তরুন, প্রসব বেদনায় কাতর এক যুবতী, অনবরত বমি করে চলেছে এমন এক কিশোর । তাদের চেহারাতে বিস্তর ফারাক, সমাজের নানা শ্রেণীর নানা প্রতিভূ তারা তবুও সবার আকুতি মৃত্যুকে পাশ কাটানোর....
বেঁচে থাকা যে কত আনন্দময় আর কাঙ্খিত তা কিছুটা হলেও ঐ দিন বুঝলাম ।
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Jotobar rastar pashe kono manushke ghumiye thakte dekhi, totobari mone hoy ami onek valo achi. Abar karo karo beshi valo thaka amake osukhi kore tule, irshannito kore. Aajob!
Post a Comment