তখন নিশুতি রাত...
একটু আগের প্রবল বৃষ্টি
মুমূর্ষু প্রায় ।
আর আমিও তখন
আত্মসমপর্ণ করতে চলেছি
ঢুলুঢুলু চোখের পাতার কাছে ।
হঠাৎই দুঃস্বপ্ন দেখে
জেগে ওঠা কোন পাখির ডাক
আমাকে বিচ্ছিন্ন করে ।
আমি পৌঁছে যাই
তোমার জানালার কাছে,
মাটির সোঁদা গন্ধ কিংবা
নোনা ধরা দেয়ালের চেয়ে তীব্র,
তোমার ঘুমন্ত শরীরের গন্ধ
যেন আমায় জানালা পেরোতে বলে ।
হাত ছোঁয়া দূরত্বের তুমি
তখন যেন যোজন দূরে সরে গিয়ে
আবার নিরুৎসাহিত করে তোলো ।
হাতড়ে খুঁজি সোনার কাঠি, রুপোর কাঠি
কিন্তু কই ?
বৃথাই ইতিউতি খুঁজি
কিন্তু শুন্য হাতে আর কিছু পাইনা।
জানালার গরাদে হয়ত তোমার স্পর্শ ছিল,
তখনকার প্রবল বর্ষণের শব্দে
হয়ত জেগেছিলে তুমি আর
আর্দ্র ভেজা ঠান্ডায় আরো ভাল করে
জড়িয়েছিলে তোমার কাঁথাটা ।
মুখ বাড়িয়ে দিয়েছিলে হয়তোবা
গরাদের দিকে একটু খানি
বৃষ্টির আঁচ পেতে ।
আমি ভাবি আর গরাদকে
আঁকড়ে ধরি নিবিড় ভাবে,
আরো দৃঢ় ভাবে ।
Tuesday, July 15, 2008
Monday, July 14, 2008
আবছায়া ও আমি...
আজ হঠাৎ কি মনে হল বুদ্ধদেব বসুর "আবছায়া" গল্পটা আবার পড়লাম । গল্পটার প্লটটা অসাধারণ । জীবন বৈচিত্র্যে পরিপূর্ণ । মানুষের আত্মমর্যাদা রক্ষার প্রয়াস, ভবিষ্যৎ পরিকল্পনার ছকে বাঁধা জীবন, সীমাবদ্ধতা এসব হয়ত বাস্তবতার নিরিখে যুক্তিযুক্ত কিন্তু হয়তোবা কোন এক সময় এসব বৃথা বলেই মনে হবে । এক টুকরো কথা অথবা একটু সামান্য নতজানুতা হয়ত জীবনকে পাল্টে দিতে পারত । তবু আমাদের মূঢ়তা আমাদের চিরসঙ্গী । দীর্ঘশ্বাসই হয়ত ভবিষ্যতের সান্ত্বনার পাথেয় হবে ।
Friday, July 4, 2008
বেঁচে থাকা....
গত শুক্রবার আমার রুমমেট আত্মহত্যা করতে চেয়েছিল । মাইগ্রেনের ঔষধ খেয়েছিল ৪০ টা, তবে আশার কথা ও বেঁচে গেছে । ঠিক সময় মতো ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম, পেট ওয়াশ করা হল । তবে হাসপাতালে গিয়ে আশ্চর্য অনুভূতি হলো । জরুরী বিভাগে যখন ওকে নিয়ে গেলাম তখন দেখলাম এক বিচিত্র দৃশ্য । সন্ত্রাসীর গুলি খেয়েছে এমন এক লোক, সাপে কাটা এক তরুন, প্রসব বেদনায় কাতর এক যুবতী, অনবরত বমি করে চলেছে এমন এক কিশোর । তাদের চেহারাতে বিস্তর ফারাক, সমাজের নানা শ্রেণীর নানা প্রতিভূ তারা তবুও সবার আকুতি মৃত্যুকে পাশ কাটানোর....
বেঁচে থাকা যে কত আনন্দময় আর কাঙ্খিত তা কিছুটা হলেও ঐ দিন বুঝলাম ।
বেঁচে থাকা যে কত আনন্দময় আর কাঙ্খিত তা কিছুটা হলেও ঐ দিন বুঝলাম ।
Subscribe to:
Posts (Atom)