Thursday, October 1, 2009

স্নায়ু কথন

প্রায়ই অসহ্য লাগে এইসব দিন,
এইসব রূপালি রাত।

স্নায়ু ছিঁড়ে আসে দুর্বল দড়ির মতো পরতের পর পরত,
স্তব্ধ চোখে ঢিল পড়ে,
আর রুগ্ন সেবাসদনের সেবিকারা
অপেক্ষায় থাকে আমারি মতো
অন্য কারুর তরে।

এইসব দিন,এইসব রাতের কাছে
আমার আত্মসমর্পণ,
কেবলই গচ্ছিত আছে।

No comments: