প্রতিদিনই মুখোশ চাপাই মুখে
হলুদ, বিবর্ণ, সস্তা আর ক্ষয়াটে।
প্রতিদিনই লড়ে যাই লড়াই,
অমোঘ নিয়তির বাস্তবতার বিরুদ্ধে ।
সন্ধ্যার ছায়াচ্ছন্ন সবজেটে কালো জলে
ডুবসাঁতার দিতে খুব ইচ্ছে করে,
ইচ্ছে করে মুখ রগড়ে মুছে ফেলি
বিষন্নতা, অবসাদ আর মুখোশের রং।
দাসত্বের শেকল আরো আঁটো হয়ে ওঠে
স্বপ্নেরা হয়ে ওঠে আরো নির্মম,
ভোঁতা অনুভূতিরা পরিযায়ী পাখিদের মতন
আবাস গাড়ে মস্তিকের রন্ধ্রে রন্ধ্রে ।
শরতের শুকনো নদী, কাশফুল, মিঠেকড়া রোদ
কিংবা দূরের ঢাকের বাজনার চেয়ে
শান্ত, গাঢ়, থকথকে অন্ধকারকে মনে হয়
আমার একান্তের, আমার সবচেয়ে কাম্যের ।
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
mukhoshgulo nipat jaak
Do you Know, you have a real talent in writing?
vaia, tumi ki jano, mukhosher ontoraler kostogulo eksomoy moner o ontorale chole jai.... mukhoshgulo na thaklei ontorale pathano beshee kostokor hoye jeto...
Post a Comment