পৃথুলা,সাবেক
প্রেমিকার সাথে,
দেখা হবে লাভাময়তায়।
রাজপথে।
নিদাঘ সূর্যের তাপে,
গলে গলে পড়বে
সৌজন্যতা বোধ।
আপাত ভদ্রতায়,
শীতাতপ বিপণিতে,
রচিত হবে নিখুঁত
কথোপকথনের গোলটেবিল।
আমাদের পানীয়ের
প্রতিসরণ,
আমাদের উত্তল কাঁচ,
খুঁজবে খুব দ্রুততায়
ঈর্ষার বলিরেখা।
অতঃপর
ভগ্নদূতের মত,
ব্যর্থতা-গ্লানি-হতাশায়,
কাঁচদেয়ালের পাশে,
শহুরে শিশির জমেছে
যেখানে।
সেখানে,
ঠিক সেইখানে।
বসে থাকব
হাতে হাত রেখে।
নির্বাক আমরা।
Saturday, May 30, 2009
Friday, May 29, 2009
বাস্তব মৃত্যুর পরে
বাস্তব মৃত্যুর পরে হয়ত
এমনই একটা দিন চাইব আমি।
পাটভাঙা শাড়ির মত
বৃষ্টির তীরে আহত বিকেল,
অথবা
চেরিফুলে আলুলায়িত বিকেল।
শবের মায়াগন্ধ মেখে,
চন্দন,ধূপ,কর্পূর ছুঁয়ে,
নীল,কালো,লাল,বেগুনী,
এমন রঙের চুম্বন পেয়ে,
ধীরে হয়ত আরো ধীরে ।
শেষযাত্রার উলম্ব আকাশ,
বধির বৃষ্টির বিনম্র ফোঁটা,
পথচারীর চকিত দৃষ্টি,
এসব কিছু এড়িয়ে
কাদা মাখা পদচিহ্ন
হয়ত ছড়িয়ে দেবে,
দীর্ঘশ্বাসের সংক্রামক বীজাণু ।
বাস্তব মৃত্যুর পরে হয়ত
এমনই দিন চাইব আমি ...
এমনই একটা দিন চাইব আমি।
পাটভাঙা শাড়ির মত
বৃষ্টির তীরে আহত বিকেল,
অথবা
চেরিফুলে আলুলায়িত বিকেল।
শবের মায়াগন্ধ মেখে,
চন্দন,ধূপ,কর্পূর ছুঁয়ে,
নীল,কালো,লাল,বেগুনী,
এমন রঙের চুম্বন পেয়ে,
ধীরে হয়ত আরো ধীরে ।
শেষযাত্রার উলম্ব আকাশ,
বধির বৃষ্টির বিনম্র ফোঁটা,
পথচারীর চকিত দৃষ্টি,
এসব কিছু এড়িয়ে
কাদা মাখা পদচিহ্ন
হয়ত ছড়িয়ে দেবে,
দীর্ঘশ্বাসের সংক্রামক বীজাণু ।
বাস্তব মৃত্যুর পরে হয়ত
এমনই দিন চাইব আমি ...
Monday, May 11, 2009
ফার্মিনার প্রতি এলিজি
হ্যাঁ ফার্মিনা, তোমার কথাই ভাবছিলাম ।
আজকের মেঘলা সন্ধ্যায়,
আমার উত্তরের জানালা দিয়ে
যখন ধূসর আকাশ দেখছিলাম ;
তোমার, শুধু তোমার কথাই ভাবছিলাম ।
তোমার চোখের গাঢ়, কালো আইরিশের
মতো সন্ধ্যা ঘনিয়েছিল,
অন্যান্য দিনের মতো কার্নিশের কাকেরা
ছিলোনা কর্কশ কিংবা সরব ।
দূরের পান্ডুর আকাশের গায়ে যখন
বিদ্যুৎ চমকাচ্ছিল থেকে থেকে,
তখন আমার তোমার কথা মনে পড়ছিল ।
আসন্ন ভেজা হাওয়ার পূর্বাভাস,
জানালার গরাদের চোখরাঙানি পেরিয়ে
শুধু তোমার স্মৃতি বয়ে আনছিল ।
সেই আগের বৃষ্টির দিনগুলি...
মনে পড়ে ফার্মিনা ?
এখনো কি তোমার কালো চুলে
বৃষ্টির ফোঁটারা বিন্দু বিন্দু স্ফটিকের মতো
ছিটকে পড়ে অবিরল ?
ফার্মিনা, আর একবার,একবার
বসো তোমার প্রিয় ব্যালকনিতে,
ঘোলা সাগরের মতো আকাশের নিচে,
শ্যাওলা ধরা শুনশান ছাদে ।
ফার্মিনা, আমি তোমার,
শুধু তোমার কথাই ভাবছিলাম ।
আজকের মেঘলা সন্ধ্যায়,
আমার উত্তরের জানালা দিয়ে
যখন ধূসর আকাশ দেখছিলাম ;
তোমার, শুধু তোমার কথাই ভাবছিলাম ।
তোমার চোখের গাঢ়, কালো আইরিশের
মতো সন্ধ্যা ঘনিয়েছিল,
অন্যান্য দিনের মতো কার্নিশের কাকেরা
ছিলোনা কর্কশ কিংবা সরব ।
দূরের পান্ডুর আকাশের গায়ে যখন
বিদ্যুৎ চমকাচ্ছিল থেকে থেকে,
তখন আমার তোমার কথা মনে পড়ছিল ।
আসন্ন ভেজা হাওয়ার পূর্বাভাস,
জানালার গরাদের চোখরাঙানি পেরিয়ে
শুধু তোমার স্মৃতি বয়ে আনছিল ।
সেই আগের বৃষ্টির দিনগুলি...
মনে পড়ে ফার্মিনা ?
এখনো কি তোমার কালো চুলে
বৃষ্টির ফোঁটারা বিন্দু বিন্দু স্ফটিকের মতো
ছিটকে পড়ে অবিরল ?
ফার্মিনা, আর একবার,একবার
বসো তোমার প্রিয় ব্যালকনিতে,
ঘোলা সাগরের মতো আকাশের নিচে,
শ্যাওলা ধরা শুনশান ছাদে ।
ফার্মিনা, আমি তোমার,
শুধু তোমার কথাই ভাবছিলাম ।
Tuesday, May 5, 2009
পদাতিকের আত্মস্বীকৃতি
আমি আর উপরে তাকাই না,
চোখ থাকে মাটির কাছাকাছি ,
আকাশের নীল অথবা নিঃসঙ্গ চিলকে
করি না আর আগের মতো বাছাবাছি ।
ছাইরঙা ফ্যাকাশে জীবন আর
তাঁর ক্রমশ কৃপণ সংকোচন ,
গোল্ডফিশের অ্যাকোয়ারিয়াম হয়ে
আমাকে দেয় শাপগ্রস্ত নাবিকের নির্বাসন ।
কটু স্বেদের বাঘছাল জড়াই আষ্টেপৃষ্ঠে
গ্রীষ্মের প্রলম্বিত দিনের আলোয়,
বঙ্গবাজারের বেতো ঘোড়াগুলির মতো
গড়াগড়ি যাই আলস্যের ধূসর ধূলোয় ।
আমি আর উপরে তাকাই না ,
চোখ থাকে মাটির কাছাকাছি ,
মূল্যহীন স্বপ্নগুলি আস্তাকুঁড়ে
ছুঁড়ে দিয়ে প্রাণহীন, যন্ত্রবৎ বাঁচি ।
চোখ থাকে মাটির কাছাকাছি ,
আকাশের নীল অথবা নিঃসঙ্গ চিলকে
করি না আর আগের মতো বাছাবাছি ।
ছাইরঙা ফ্যাকাশে জীবন আর
তাঁর ক্রমশ কৃপণ সংকোচন ,
গোল্ডফিশের অ্যাকোয়ারিয়াম হয়ে
আমাকে দেয় শাপগ্রস্ত নাবিকের নির্বাসন ।
কটু স্বেদের বাঘছাল জড়াই আষ্টেপৃষ্ঠে
গ্রীষ্মের প্রলম্বিত দিনের আলোয়,
বঙ্গবাজারের বেতো ঘোড়াগুলির মতো
গড়াগড়ি যাই আলস্যের ধূসর ধূলোয় ।
আমি আর উপরে তাকাই না ,
চোখ থাকে মাটির কাছাকাছি ,
মূল্যহীন স্বপ্নগুলি আস্তাকুঁড়ে
ছুঁড়ে দিয়ে প্রাণহীন, যন্ত্রবৎ বাঁচি ।
Subscribe to:
Posts (Atom)